সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশত
সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে ৫০ জন আহত হয়েছে। আজ বেলা সাড়ে ১০টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বীরগাঁও গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত তিনজনকে আশংকাজনক অবস্থাত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এরা হলেন, তাজউদ্দিন (৩০), এনামুল হক (৩০) ও জুনেদ আহমদ (২২)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বীরগাঁও গ্রামের ফতেহ নুর ও উসমান গনির মধ্যে দীর্ঘ দিন ধরে আধিপাত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে উভয়ক্ষের লোকজনের মধ্যে গত কয়েক দিন ধরে উত্তেজনা বিরাজ করছিল।
এরই জের ধরে আজ সকালে উভয়পক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এ ঘটনায় অন্য আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয় হচ্ছে।
এ ব্যাপারে দক্ষিন সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ইখতিয়ার উদ্দিন জানান, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।