শনিবার ২০-দলীয় জোটের বৈঠক
আগামী শনিবার সন্ধ্যা ৭ টায় বিএনপি নেতৃত্বাধীন ২০–দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়াপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) মহাসচিব এম গোলাম মোস্তফা ভুঁইয়া আমাদের সময়কে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিএনপি সূত্রে জানা গেছে, সভায় খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচিসহ চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হবে।