হতে চাইলে প্রকৌশলী সুযোগ আছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে
শিক্ষাই জাতির মেরুদণ্ড। একটি দেশ বা জাতিকে উন্নতির শিখরে পৌঁছে দিতে প্রয়োজন শিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠী। আর তা এক ধাপ সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে প্রযুক্তিগত শিক্ষা। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে যার চাহিদা অনেক। আর এ বিষয়টি লক্ষ্য রেখে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ারিং শিক্ষা গ্রহণের ব্যবস্থা করেছে। বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে, যেখানে শিক্ষার্থীদের আছে মানসম্পন্ন প্রযুক্তি শিক্ষাগ্রহণের মাধ্যমে প্রকৌশলী হওয়ার সুযোগ। এখন সে রকমই কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি তথ্য ও ব্যয় দেওয়া হলো :
ব্র্যাক ইউনিভার্সিটি : দেশের অন্যতম সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্র্যাক ইউনিভার্সিটিতে ভর্তি আবেদনের জন্য শিক্ষার্থীদের এসএসসিতে জিপিএ ৩ দশমিক ৫ সহ এইচএসসি মিলিয়ে নূ্যনতম জিপিএ ৮ থাকতে হবে। ইইই, ইসিই, সিএসই এবং এপিইতে আবেদনের জন্য ফিজিক্স এবং ম্যাথমেটিক্সে নূ্যনতম বি-গ্রেড থাকতে হবে।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বিএসসি ইন কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যান্ড সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ইসিই, ইইই পড়তে হলে প্রতি ক্রেডিটে খরচ হবে আনুমানিক ৫ হাজার ৫০০ টাকা। মেধাবী শিক্ষার্থীদের জন্য থাকছে বৃত্তির সুযোগ। বিস্তারিত তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে।
এইউএসটি : আহ্ছানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এইউএসটি) ইঞ্জিনিয়ারিংয়ে যে কোনো বিষয়ে আবেদনের জন্য শিক্ষার্থীর এসএসসি এবং এইচএসসি মিলিয়ে নূ্যনতম জিপিএ ৮ থাকতে হবে। এইচএসসিতে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর ম্যাথ, ফিজিক্স এবং কেমিস্ট্রি বিষয় থাকতে হবে। এইউএসটিতে আর্কিটেকচারে পড়তে হলে একজন শিক্ষার্থীর ব্যয় হবে আনুমানিক ৮ লাখ ২৮ হাজার ৪০০ টাকা, সিইতে ৬ লাখ ৬৭ হাজার ৬০০ টাকা, সিএসইতে ৬ লাখ ৬৭ হাজার ৬০০ টাকা, ইইই টেক্সটাইল, আইপিইতে ব্যয় হবে ৬ লাখ ৬৭ হাজার ৬০০ টাকা। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে।
এআইইউবি : আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি) ইইই, আর্কিটেকচার, সিওই, সিএসই, সিআইএসে আবেদনের জন্য শিক্ষার্থীর এসএসসি এবং এইচএসসিতে মোট জিপিএ ৬ থাকতে হবে
নর্থ সাউথ ইউনিভার্সিটি : নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি আবেদনের জন্য একজন শিক্ষার্থীর এসএসসি এবং এইচএসসি মিলিয়ে নূ্যনতম জিপিএ ৮ থাকতে হবে। ইঞ্জিনিয়ারিং বিষয়ে আবেদনের জন্য এইচএসসিতে ম্যাথ এবং ফিজিক্সে নূ্যনতম বি-গ্রেড থাকতে হবে। সিএসইতে শিক্ষার্থীদের পড়তে ব্যয় হবে আনুমানিক ৭ লাখ ১৫ হাজার টাকা। ইইইতে শিক্ষার্থীদের পড়তে ব্যয় হবে মোট ৭ লাখ ১৫ হাজার টাকা। ব্যাচেলর অব আর্কিটেকচারে পড়তে খবর পড়বে মোট ৮ লাখ ৮০ হাজার। ব্যাচেলর অব সায়েন্স ইন সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে ব্যয় হবে মোট ৭ লাখ ১৫ হাজার টাকা। ইটিইতে শিক্ষার্থীদের পড়তে ব্যয় হবে মোট ৭ লাখ ১৫ হাজার টাকা।