রংপুরে মাজারের খাদেম হত্যা: ৭ জনের ফাঁসির রায়

রংপুরের কাউনিয়া উপজেলায় মাজারের খাদেম ও পল্লী চিকিৎসক রহমত আলী হত্যা মামলায় জাময়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ১৩ সদস্যের সাতজনকে ফাঁসির আদেশ ও ছয় জনকে খালাস দিয়েছে রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার

১৮ মার্চ, রবিবার দুপুরে নরেশ চন্দ্র সরকার এ আদেশ দেন।

গত বছরের ১৬ আগস্ট তাদের বিরুদ্ধে অভিযোগপত্র গঠন করেছিল আদালত। সেই সঙ্গে এ মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য ২৩ আগস্ট দিন ধার্য করা হয়।

এর আগে ২০১৫ সালের ১০ নভেম্বর রাতে স্থানীয় বাজারে অবস্থিত নিজের ওষুধের দোকান থেকে বাড়ি ফেরার পথে মাজারের খাদেম ও ঔষধ ব্যবসায়ী রহমত আলীকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় এবং ঘাড়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

এ ঘটনায় একই বছরের ৩ জুলাই সোমবার জেএমবির ১৪ সদস্যের নাম উল্লেখ করে রংপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক মোস্তাক আহমেদের আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী

এ বিভাগের অন্যান্য