বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা ছাত্রলীগের শ্রদ্ধা
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিক উপলক্ষে সিলেট নগরের চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। শনিবার (১৭ মার্চ) সকালে এ শ্রদ্ধা নিবেদন করেন তারা।
সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাওয়াদ ইবনে জাহিদ খানের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ নেতা আব্দুস সাদিক তারেক, মো. রাজ্জাকুজ্জামান চৌধুরী,ইবাদ খান দিনার, মুহিবুর রহমান মুহিব, নূরুল আমিন ,সোহাগ আহমদ,আফজল হোসাইন, ফারুক অাহমদ, মাহবুবুর রহমান, ওমর সানী, শাওয়ান অাহমেদ, ইমন অাহমেদ তানবির প্রমুখ।