সুবিদবাজারে প্রতিপক্ষের হাতে যুবক খুন
সিলেট নগরীর সুবিদবাজারে শিমুল দেব (৩২) নামের এক যুবক খুন হয়েছেন। শনিবার রাত ১২টার দিকে সুবিদবাজারের নুরানী আবাসিক এলাকার দস্তিদার দীঘির সামনে থেকে পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে। নিহত শিমুল সুবিদবাজারে মিয়া ফাজিলচিস্ত এলাকার সমরেশ দেবের ছেলে।
প্রতিবেশীরা জানান, সন্ধ্যার দিকে সুবিদবাজার এলাকার সুপারশপ তারাদিনের সামনে দু’পক্ষের মধ্যে মারামারি হয়। এরে জর ধরে রাত ১২টার দিকে শিমুলকে কয়েকজন যুবক বাসা থেকে ডেকে এনে ছুরিকাঘাত করে হত্যা করে বলে তাদের অভিযোগ।
স্থানীয় দীঘিরপাড় সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক একেএম মাসুম সংবাদ মাধ্যমকে জানান, রাত সাড়ে ১২টার দিকে নৈশপ্রহরী এসে জানায় দস্তিদার দীঘির ঘাটের মধ্যে হেলান দেওয়ানো অবস্থায় একটি মরদেহ ফেলে রাখা হয়েছে। সাথে সাথে আমরা ঘটনাস্থলে গিয়ে কাউন্সিলর আফতাব আহমদ এবং বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশররফ হোসেনকে বিষয়টি অবহিত করেন। এরপর তারাও ঘটনাস্থলে ছুটে আসেন। ওসমানী হাসপাতাল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফারুক জানান, নিহতদের লাশ ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে রয়েছে।