সব বয়সীদের গন্তব্য এখন শহীদ মিনার

 আব্দুল মোসাদ্দিক তোফায়েল
একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সব বয়সীদের গন্তব্য এখন শহীদ মিনারের দিকে। সারাদেশের ন্যায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মী, নারী-পুরুষ, বৃদ্ধসহ শিশুরা দলে দলে ভিড় করছে।
আজ বুধবার ভোর সাড়ে ৫টা থেকে শহীদ মিনার অভিমুখে সর্বস্তরের মানুষের যাত্রা শুরু হয়। ক্রমেই মানুষের সংখ্যা বাড়ছে। কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। শ্রদ্ধা জানিয়েছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, কারিগরি শিক্ষা অধিদফতর ও নির্বাচন কমিশন।
শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেন, ‘নির্বাচন কশিমনের প্রায় সব কাজে বাংলা ব্যবহার হয়। কেবল বিদেশিদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে ইংরেজি ব্যবহার করা হয়। কিছু ক্ষেত্রে ইংরেজি আছে। শিগগিরই সেসব বাংলা করা হবে। একজন কমিশনারের অধীনে এ কাজ হচ্ছে।’
এ বিভাগের অন্যান্য