বিসিসি সিলেটে নারী উদ্যেক্তাদের ফ্রি আইসিটি উন্নয়ন প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন।

  • নিজস্ব প্রতিবেদক:

সিলেটের বিসিসিতে নারী উদ্যোক্তাদের ফ্রি আইসিটি উন্নয়ন প্রশিক্ষণের দুইদিনব্যাপী আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে । তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রনালয়ের অধীনে বাংলাদেশ কস্পিউটার কাউন্সি সিলেট’র আয়োজনে ও উইমেন আইসিটি ফ্রন্টিয়ার ইনিশিয়েটিভ (ওয়াইফাই)এর সহযোগিতায় গতকাল (১৬ ফেব্রুয়ারী )শুক্রবার সকাল দশটায় নগরীর উপশহরস্থ বিসিসি মিলনায়তনে ‘‘নারী উদ্যোক্তাদের ফ্রি আইসিটি উন্নয়ন কর্মসূচির আওতায় নারী উদ্যোক্তাদের এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জাতীয় মহিলা সংস্থা,সিলেট শাখার ,চেয়ারম্যান রুবী ফাতেমা ইসলাম ,বিসিসি সিলেটের জনপ্রিয় সহকারী প্রোগামার অলি উল্লাহ আহমেদ’র পরিচালনায় ও বিসিসি সিলেটের বিভাগীয় প্রধান প্রযুক্তিবিদ মধূ সুদন চন্দর সভাপত্বিতে প্রধান অতিথির বক্তব্যে রুবী ফাতেমা ইসলাম বলেন ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই আজকের বাংলাদেশ সমৃদ্ধিও উন্নয়নের দিকে এগিয়ে চলছে,সময় এখন নারী জাগরণের তথ্য প্রযুক্তির মধ্যে দিয়ে নারীদের আরো অগ্রসর হবার আহবান জানান তিনি এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লিডিং ইউনিভার্সিটির ব্যবসা,প্রশাসনের সিনিয়র প্রভাষক আনোয়ার আহমেদ আরিফ, প্রজেক্ট প্রকল্পের কমিউনিকেশন কনসালটেন বিভাগীয় প্রধান মনিরুজ্জামান তনু , সিলেটের সময়ের সিনিয়র প্রতিবেদক অনলাইন প্রেস ক্লাবের সদস্য মবরুর আহমদ সাজু সভাপতির বক্তব্যে বিসিসি সিলেটের বিভাগীয় প্রধান প্রযুক্তিবিদ মধূ সুদন চন্দ বলেন উইমেন আইসিটি ফ্রন্টিয়ার ইনিশিয়েটিভ’ নামে এ প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার ও জাতিসংঘ। যুক্তিগতভাবে নিজের ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনাসহ খুঁটিনাটি অনেক বিষয় শেখানো হবে। নারী ক্ষমতায়নের মাধ্যমে টেকসই উন্নয়ন, আইসিটি ব্যবহারের মাধ্যমে ব্যবসায় করা, নারীদের কাজের ক্ষেত্রে বাধা-বিপত্তি মোকাবেলা করা, আইসিটির ব্যবহারের মাধ্যমে উদ্যোগ গ্রহণ করা, অর্থ জোগান দেওয়া, আইসিটি-নির্ভর উদ্যোগ গ্রহণ, নারী উদ্যোক্তাদের বাধা-বিপত্তি দূর করার কৌশল, ব্যবসায় কী, কিভাবে ব্যবসায় গঠন করা যায় ইত্যাদি বিষয় শেখানো হবে। উল্লেখ্য গত বছর ডিসেম্বর মাসে সর্বপ্রথম সিলেট থেকে প্রথম পর্বেও প্রশিক্ষণ শুরু হয়।এছাড়া দেশের ৩০ হাজার নারী উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়া হবে এ প্রশিক্ষণ। প্রথম পর্ব দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় পাঁচ হাজার নারী উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়া হবে। পর্যায়ক্রমে এ সংখ্যা আরো বাড়বে বলে জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন পেশার নারীরা স্বতস্ফুর্ত অংশ গ্রহণ করেন।

এ বিভাগের অন্যান্য