সিলেট ও রংপুরে হচ্ছে শ্রম আদালত
শ্রমিকরা যাতে সহজে ন্যায়বিচার পেতে পারে সেজন্য সিলেট ও রংপুরে শ্রম আদালত স্থাপন করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।
সচিবালয়ে বুধবার (১৪ ফেব্রুয়ারি) ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর প্রতিমন্ত্রী সাংবাদিকদের এই তথ্য জানান। জেন ল্যামবার্টের নেতৃত্বে ১১ সদস্যের ইইউ প্রতিনিধি দল শ্রম প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষা করেন।
শ্রম প্রতিমন্ত্রী বলেন, ‘প্রতিনিধি দল মূলত গার্মেন্টস কারাখানা পরিদর্শনের অবস্থা, শ্রম আইন সংশোধন, ইপিজেড শ্রম আইন প্রণয়ন, নারীদের ক্ষমতায়নের বিষয়ে জানতে চেয়েছে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘শীতকালীন চলতি অধিবেশনে এ দুটি আইন পাস হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। আগামী গ্রীষ্মকালীন অধিবেশনে আইন দুটি সংসদে তোলা হবে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘ইইউ সংসদীয় প্রতিনিধি দলকে জানিয়েছি, বাংলাদেশে তৈরি পোশাক কারখানাগুলোতে সাত শতাধিক এবং অন্যান্য কোম্পানি মিলিয়ে মোট আট হাজার ৮৬টি ট্রেড ইউনিয়ন আছে। বাংলাদেশের এই ট্রেড ইউনিয়নের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে প্রতিনিধি দল।’
তিনি আরও বলেন, ‘আমরা এর আগে আইএলওতে শ্রম আইনের খসড়া পাঠিয়েছিলাম। গত ডিসেম্বরে সংস্থাটি খসড়ার বিষয়ে পর্যবেক্ষণ দিয়ে তা বাংলাদেশে ফেরত পাঠিয়েছে।’
আইএলও তাদের পর্যবেক্ষণে কি বলেছে- জানতে চাইলে তিনি বলেন, ‘তারা ইউরোপীয় স্ট্যান্ডার্ড অনুযায়ী বাংলাদেশের শ্রম আইন চায়। কিন্তু এটি কি সম্ভব? বাস্তবতার নিরিখে ইউরোপীয় ইউনিয়নের মতো বাংলাদেশের প্রেক্ষাপটে তা সম্ভব নয়। বিষয়টি আমরা আইএলও কে জানিয়ে দিয়েছি।’
চুন্নু বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের পোশাক পণ্যের মূল্য ইউরোপীয় স্ট্যান্ডার্ড অনুযায়ী দেওয়া হয় না। তাই আমরাও পণ্যে মূল্য ইউরোপীয় স্ট্যান্ডার্ড অনুযায়ী দেওয়ার কথা জানিয়েছি।’
সভায় শ্রম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আফরোজা খান উপস্থিত ছিলেন।