সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে জনসভায় নেতা-কর্মীর ঢল

সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় দলের নেতা-কর্মীরা আসতে শুরু করেছেন।

১২টা থেকে দলের নেতা-কর্মীরা মিছিল নিয়ে মাদ্রাসা মাঠের জনসভায় আসতে থাকেন। দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরাও মাদ্রাসা মাঠে অবস্থান করছেন। বেলা ৩টায় আলীয়া মাদ্রাসা মাঠে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মাঠের নিরাপত্তায় বসানো হয়েছে, সিসি ক্যামেরা। মাদ্রাসা মাঠের পশ্চিমে স্থাপিত দুটি ওয়াচ টাওয়ার থেকেও পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য