ভবিষ্যতের প্রধানমন্ত্রী হতে পড়তে হবে’
ভবিষ্যতে প্রধানমন্ত্রী, মন্ত্রী হয়ে দেশ চালানোর যোগ্যতা অর্জনে শিক্ষার্থীদের মন দিয়ে পড়াশোনা করার উপদেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, ‘মন দিয়ে পড়াশোনা করবে, মানুষের মতো মানুষ হতে হবে। দেশকে ভালোবাসতে হবে, দেশের জন্য কাজ করতে হবে।’
শনিবার (৩০ ডিসেম্বর) গণভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। নতুন বছরে বই উৎসবের উদ্বোধন, প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফল হস্তান্তর উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ছোট ছোট শিশু, তোমরাই তো একদিন লেখাপড়া শিখে বড় হবে। বড় বড় চাকরি করবে। আবার প্রধানমন্ত্রী হবে, তোমাদের মধ্যে থেকে মন্ত্রী হবে, তোমরাই তো দেশ চালাবে। কাজেই নিজেদের সেভাবে গড়ে তুলতে হবে।’
‘আজকের শিশুরাই সোনার বাংলার সোনার ছেলে-মেয়ে। তারাই এদেশকে গড়ে তুলবে।
শেখ হাসিনা বলেন, ‘ছোট সোনামনিদের বলবো, নিজের উপর বিশ্বাস রাখতে হবে, পড়তে হবে। লেখাপড়া ছাড়া মানুষের মতো মানুষ হওয়া যায় না।’
বঙ্গবন্ধু কন্যা বলেন, ‘ছেলে-মেয়েদের ছোট বেলা থেকে একটা কথা বলেছি। একমাত্র সম্পদ হচ্ছে শিক্ষা। শিক্ষা যদি থাকে, এ সম্পদ কেউ কেড়ে নিতে পারবে না, চুরি করতে পারবে না, হাইজ্যাক করতে পারবে না।’
‘কাজেই শিক্ষাগ্রহণ করতে হবে, শিক্ষাই জীবনে চলার পথ করে দিবে।