মুক্তিযোদ্ধা সংসদ গলি ব্যবসায়ী সমিতির সভাপতি কাবুল ও সাধারণ সম্পাদক ইমু নির্বাচিত
জিন্দাবাজার মুক্তিযোদ্ধা সংসদ গলি ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত। আজ স্থানীয় একটি রেস্টুরেন্টে সমিতির সভাপতি মেহেদী কাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা চৌধুরী ইমু ও যুগ্ম সাধারণ সম্পাদক রিমন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্ঠা বীর মুক্তিযোদ্ধা মোঃ মনির উদ্দিন চৌধুরী, প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্ঠা শমসের বক্স, মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের পরিচালক আব্দুর রহমান রিপন, সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি মুকিত মিয়া, সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া, অর্থ সম্পাদক তোহাব আহমদ সেতু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নজরুল ইসলাম, সদস্য রেজাউল হক রেজু, গোলাম কিবরীয়া মাসুক, জাকারিয়া খান শাহীন, তাজুল ইসলাম মৃধা, মোস্তফা কামাল, শাহীন আহমদ, গোলাম মোস্তফা, ফখর উদ্দিন, হারুনুর রশীদ তালুকদার, মোঃ হাবিবুর রহমান, রঞ্জিত দেবনাথ, নুরুজ্জামান মামুন, অমর দেবনাথ, ইসলাম উদ্দিন, ঝর্ণা রানী দেব, আবুল হাসনাত রিপন, ওমর ফারুক, শামীম আহমদ, কাজী বাবুল, এম.এ হাসান, নাজমুল ইসলাম, সাইফুল ইসলাম লিটন, মোঃ সবুজ, শাহ জাহাঙ্গীর, আমজাদ হোসেন, মোঃ জয়নাল, আব্দুল রশীদ শাওন, সিদ্দিক হোসেন বিপ্লব, জসীম উদ্দিন, বদরুল আলম, তরুন দেবনাথ দুলু, আবু সাঈদ, জাবেদ আহমদ, মোঃ সাবেল আহমদ, মোঃ জয়নাল আবেদীন, মোঃ রিপন মেম্বার, রায়হান আহমদ, আমীর হোসেন প্রমূখ।
সভা শেষে সমিতির উপদেষ্ঠা বীর মুক্তিযোদ্ধা মনির উদ্দিন চৌধুরী, প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্ঠা শমসের বক্স, মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের পরিচালক আব্দুর রহমান রিপন-কে সদস্য করে ৩ সদস্যের নির্বাচনী বোর্ড গঠন করা হয়। নির্বাচনী বোর্ড কন্ঠ ভোটের মাধ্যমে ২০১৮-২০১৯ বর্ষের দ্বি-বার্ষিক কার্যকরি কমিটি গঠন করেন। নব-নির্বাচিত কমিটির সভাপতি: মেহেদী কাবুল, সহ-সভাপতি: গোলাম কিবরিয়া মাসুক, সাধারণ সম্পাদক: গোলাম মৌলা চৌধুরী ইমু, সহ-সাধারণ সম্পাদক: রিমন আহমদ, সাংগঠনিক সম্পাদক: মোঃ বাবলু মিয়া, অর্থ সম্পাদক: তোহাব আহমদ সেতু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: মোঃ মুকিদ মিয়া, প্রচার সম্পাদক: মোঃ আবুল হাসনাত রিপন, কার্যনির্বাহী সদস্য: রেজাউল হক রেজু, কার্যনির্বাহী সদস্য: মোঃ সেলিম মিয়া, কার্যনির্বাহী সদস্য: রঞ্জিত দেবনাথ ময়না।