মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হবে’
সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নোছা হক বলেছেন, বঙ্গবন্ধু মহাকবি ছিলেন। তিনি যে মহাকাব্য রচনা করেছেন তাই হচ্ছে আজকের বাংলাদেশ। বাংলাদেশ এমনিতেই আসেনি। লাখো শহীদের রক্তের বিনিময়েই আমরা দেশ পেয়েছি। মুক্তিযোদ্ধারা জাতির সূর্য সন্তান। মুক্তিযোদ্ধাদের ঋণ কোন কিছুর মাধ্যমেই শোধ করা যাবে না। বর্তমানে মুক্তিযুদ্ধের ইতিহ্স বিকৃত হচ্ছে। তাই আমাদের নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে।
শুক্রবার সন্ধায় সিলেট অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে ক্লাব মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।
নারী আন্দোলনের এই অগ্রসৈনিক আরো বলেন, মুক্তিযুদ্ধের সূচনা মূলত হয় ভাষা আন্দোলন থেকেই। বাংলার মুক্তিকামী মানুষ সেই সময় থেকেই স্বাধীনতার জন্য প্রহর গুনতে থাকে। আমি আমার পিতাকে দেখিনি, বঙ্গবন্ধুকে দেখেছি। বঙ্গবন্ধুকেই পিতা হিসেবে গ্রহণ করে নিয়ে ছিলাম। বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশকে কল্পনাও করা যায়না। যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন হয়েছিল তা আজো পুরোপুরি ভাবে বাস্তবায়িত হয়নি। তাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জিবিত হয়ে সবাইকে একযুগে কাজ করতে হবে।
সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি কবি মুহিত চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য রজত কান্তি চক্রবর্তী। বক্তব্য রাখেন- সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ, কোষাধক্ষ্য মেহেদী কাবুল, আমার বাংলা টোয়েন্টফোর ডটকম’র সম্পাদক শিব্বির আহমদ ওসমানী, সিলেটের সময় ডটকম’র সিনিয়র রিপোর্টার প্রভাষক মবরুর আহমদ সাজু।
সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদারের সঞ্চালনায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নিউজ চেম্বার টোয়েন্টিফোর ডটকম’র ষ্টাফ রিপোর্টার সুলাইমান আল মাহমুদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নিউজ চেম্বার টোয়েন্টফোর ডটকম’র সম্পাদক তাওহিদুল ইসলাম, সিলেট নিউজ ওয়ার্ল্ড ডটকম’র প্রধান সম্পাদক আফরোজ খান, সিলেটের কন্ঠ টোয়েন্টিফোর ডটকম’র প্রধান সম্পাদক জাবেদ আহমদ, সিলেট বাংলা নিউজ ডটকম’র সম্পাদক মোঃ কামাল আহমদ, নিউজ চেম্বার টোয়েন্টিফোর ডটকম’র বিশেষ প্রতিবেদক এম.জে.এইচ জামিল, এমটি নিউজ টোয়েন্টিফোর ডটকম’র সিলেট প্রতিনিধি রাহিব ফয়ছল, নববার্তা ডটকম’র সিলেট ব্যুরো প্রধান শহীদুর রহমান জুয়েল, সিলেট রিপোর্ট ডটকম’র বার্তা সম্পাদক শহীদ আহমদ হাতিমী, আমাদের পত্রিকা ডটকম’র সিলেট প্রতিনিধি তাওহীদ রাসেল, নিউজ চেম্বার টোয়েন্টফোর ডটকম’র নির্বাহী সম্পাদক এম.এ ওয়াহিদ চৌধুরী, নিউজ চেম্বার টোয়েন্টফোর ডটকম’র সাহিত্য সম্পাদক শাহজাহান সাহেদ, আজকের সিলেট ডটকম’র স্টাফ রিপোর্টার উত্তম দাস, সিলেট নিউজ ওয়ার্ল্ড ডটকম’র স্টাফ রিপোর্টার আলমগীর আলম, সিলেট রিপোর্ট ডটকম’র স্টাফ রিপোর্টার ফয়সল মাহমুদ আকবরী, সমাজকর্মী এহছানুল আজীম চৌধুরী প্রমূখ।