বিপিএলের সৌজন্য টিকেট বিক্রির সময় আটক ২
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের সৌজন্য টিকেট বিক্রির সময় দুইজনকে আটক করেছে পুলিশ। রবিবার বেলা সোয়া ৩টার দিকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ৩নং গেইট থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছেন-আজিজুর রহমান ও আবদুস শহীদ। তাদের একজনের গ্রামের বাড়ি পঞ্চগড়ে, অপরজন ঢাকার বিক্রমপুরের।
এরা দুজনই বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবিতে কর্মরত বলে জানা গেছে।
প্রসঙ্গত, সৌজন্য টিকেট বিক্রির জন্য নয়। কিন্তু সেই টিকেটগুলো স্টেডিয়ামের গেইটে উচ্চমূল্যে বিক্রি করার সময় ওই দুজনকে হাতেনাতে আটক করে পুলিশ।