জন্মদিনে ভক্তদের সঙ্গে মাহির আড্ডা
ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহির জন্মদিন আজ। সারা দেশে হাজারো ভক্ত তার। তার মধ্য থেকে তিনজন ভক্ত জন্মদিনের আগের রাতে মাহির সঙ্গে আড্ডা দেবার সুযোগ পেলেন। মাহি নিজেও চেয়েছিলেন এবারের জন্মদিনে তিনি এই ভক্তদের সঙ্গে সময় কাটাবেন। মাহির এই তিন ভক্ত হলেন পটুয়াখালীর উজ্জল দাস, সিলেটের রানা এবং বরিশালের রাইসুল। এরমধ্যে উজ্জল দাস শুক্রবার মানবজমিনকে বলেন, আমি মাহি আপুর অনেক বড় একজন ভক্ত।