ঢাকায় এলেন শাবানা আজমি ও জাভেদ আখতার

 

ভারতীয় অভিনেত্রী শাবানা আজমি ও তার স্বামী গীতিকবি জাভেদ আখতার এখন ঢাকায়। ২৫ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কমপ্লেক্স মিলনায়তনে থাকছে যৌথ পরিবেশনা।

অনুষ্ঠানের আয়োজক ব্লুজ কমিউনিকেশনস। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ফরহাদুল ইসলাম বাংলানিউজকে জানান, মুম্বাইয়ের একটি ফ্লাইটে দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান শাবানা আজমি ও জাভেদ আখতার। অনুষ্ঠান শেষে ২৬ অক্টোবর সকালেই ফিরে যাবেন তারা।

উর্দু ভাষার কবি কাইফি আজমির জীবনী মঞ্চে তুলে ধরবেন তারই মেয়ে শাবানা। সঙ্গে থাকবেন জাভেদ। এই দুই তারকার উপস্থাপনায় উঠে আসবে কাইফি আজমি ও তার স্ত্রী শওকত কাইফির প্রেমের আখ্যান। এই পরিবেশনার নাম দেওয়া হয়েছে ‘কাইফি অর ম্যায়’। তাদের কয়েকটি চিঠি ও লেখা পাঠ করবেন শাবানা-জাভেদ। পাশাপাশি সংগীত পরিবেশন করবেন গজলশিল্পী জসবিন্দর সিং

এ বিভাগের অন্যান্য