জেসমিনকে ধরার ৩০ মিনিট আগে আরেক নারীকে তুলে নিতে চেয়েছিল র‌্যাব

সিলেটের সময় ডেস্ক :

 

জেসমিনকে আটকের ৩০ মিনিট আগে আরেক নারীকে র‌্যাব তুলে নিতে চেয়েছিল বলে জানা গেছে। ঘটনার দিনের বিস্তারিত বর্ণনা দিয়ে জেসমিনের মামা নওগাঁ পৌরসভার সাবেক কাউন্সিলর নাজমুল হক (মন্টু) বলেন, জেসমিনকে ধরার ৩০ মিনিট আগে ওই দিন আরও এক নারীকে উঠিয়ে নিতে চেয়েছিল র‌্যাব। তখন ওই নারী বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেন। তখন এলাকার মানুষ সবাই এগিয়ে গেলে ওই নারীকে আর র‌্যাব নিয়ে যায়নি। এরপর জেসমিন সুলতানাকে ধরে নিয়ে যায়। যারা ওখানে দেখেছে তারা আমাকে এসব কথা বলেছে।

আটকের কয়েক দিন আগে থেকেই জেসমিন র‌্যাবের পর্যবেক্ষণে ছিলেন বলে ধারণা করছেন নাজমুল হক (মন্টু)। তিনি জানান, জেসমিনের বাসায় ১০-১৫ দিন ধরে র‌্যাবের পর্যবেক্ষণ ছিল।

গত ২২ মার্চ নওগাঁ শহরের জনকল্যাণপাড়া এলাকার বাসিন্দা সুলতানা জেসমিনকে আটক করে র‌্যাব। এরপর অসুস্থ অবস্থায় তাকে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। পরদিন ২৩ মার্চ বিকালে রাজশাহী নগরীর রাজপাড়া থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন রাজশাহী বিভাগীয় কমিশনার কার‌্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক (যুগ্ম সচিব) এনামুল হক। চিকিৎসাধীন অবস্থায় পরদিন শুক্রবার মারা যান জেসমিন। আটকের পর র‌্যাব হেফাজতে জেসমিনকে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ স্বজনদের।

এ বিভাগের অন্যান্য