মেয়েকে ডাক্তারের কাছে নেয়ার আগেই লাশ হলেন বাবা-মা
ঝিনাইদহের কালীগঞ্জে মাছবোঝাই পিকআপের ধাক্কায় ইঞ্জিনচালিত ভ্যানে থাকা স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এসময় ভ্যানে থাকা অপর তিনজন আহত হন। মঙ্গলবার (২৮ মার্চ) সকাল ৬টার দিকে কালীগঞ্জ শহরের ঢাকা-খুলনা সড়কের মোবারকগঞ্জ চিনিকলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঝিনাইদহ সদরের বিষয়খালী গ্রামের ছাবদার আলী ও তার স্ত্রী পারভীনা বেগম। এ ঘটনায় আহত তাদের মেয়ে সাথী খাতুন, ভ্যানচালক আব্দুল করিম ও অপর এক শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এসময় কালীগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় তার স্বামী ছাবদার আলী, মেয়ে সাথী খাতুন, নাতী ছেলে ও ভ্যানচালক আব্দুল করিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে ছাবদার আলীর শারীরিক অবস্থার অবনতি হলে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।