ধ্বংসস্তুপে এরদোয়ান, কথা বললেন বেঁচে যাওয়াদের সঙ্গে
ভূমিকম্পে বিধ্বস্ত কাহরামানমারাস এলাকায় পরিদর্শন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। বিবিসির এক খবরে বলা হয়েছে, সেখানে তিনি বেঁচে যাওয়াদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
তুরস্কে আঘাত হানার দ্বিতীয় ভূমিকম্পের কেন্দ্রস্থলে যান এরদোগান। যা প্রথমটির কেন্দ্রস্থল থেকে মাত্র ৪০ মাইল উত্তরে।
এদিকে সিরিয়া ও তুরস্কে সোমবার আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে, তুরস্কেই ৮ হাজার ৫৭৪ জনের মৃতের খবর নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। একই সময়ে সিরিয়ায় ২ হাজার ৫৩০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
ভয়াবহ ভূমিকম্পের পর তুরস্কের প্রেসিডেন্ট তিন মাসের জন্য রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। ১০টি প্রদেশকে দুর্যোগকবলিত এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। যেখানে বিধ্বংসী ভূমিকম্প এবং বেশ কয়েকটি আফটারশকের আঘাতে হাজার হাজার মানুষ মারা গেছে।
চারপাশে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে বাঁচার আকুতি জানিয়ে যাচ্ছে অনেকে। সেই আকুতি কানে এলেও অনেক ক্ষেত্রেই কিছুই করতে পারছে না মুক্ত আকাশের নিচে থাকা স্বজনরা।
তুরস্কের দক্ষিণাঞ্চলীয় হাতায় প্রদেশে ধ্বংসস্তূপের নিচে থাকা এক নারী সাহায্যের আর্তি জানাচ্ছিলেন। কিন্তু তাঁর আকুতি লোকে শুনতে পারলেও উদ্ধার করা যাচ্ছিল না। দানিজ নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, তারা শব্দ করছে, কিন্তু (উদ্ধারে) কেউ আসছে না।