পদযাত্রা কর্মসূচিতে আ. লীগ ভয় পেয়েছে : মির্জা আব্বাস

সিলেটের সময় ডেস্কঃ

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রা নিয়েও আওয়ামী লীগ ভয়ে ভীত হয়ে পড়েছে। কারণ, তাদের কোনো জনভিত্তি নেই।

আগামীকাল রাজধানীতে মহানগর দক্ষিণ বিএনপির পদযাত্রার কর্মসূচি সফলে আজ বুধবার বিকেলে রাজধানীর শাহজাহানপুরে নিজ বাসভবনে এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মির্জা আব্বাস। দলের ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

 

মির্জা আব্বাস অবিলম্বে সরকারকে গণদাবি মেনে পদত্যাগ করে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানান। অন্যথায় গণআন্দোলনে সরকারের পতন ঘটবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

সভাপতির বক্তব্যে মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, শেখ হাসিনা বলেছেন-আমরা বিদ্যুতে আর ভর্তুকি দেব না। আমরা বলছি- আপনারা দুর্নীতি বন্ধ করেন, তাহলে আর ভর্তুকি দিতে হবে না। আপনাদের দুর্নীতি-লুটপাটের কারণেই জনগণ চরম ভোগান্তিতে আছে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় এতে দক্ষিণের যুগ্ম-আহ্বায়ক নবী উল্লাহ নবী, ইউনুস মৃধা, সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস প্রমুখ বক্তব্য দেন।

এ বিভাগের অন্যান্য