বিয়ের অনুষ্ঠানে ল্যাপটপে কাজ করছে বর, মিশ্র প্রতিক্রিয়া
আন্তর্জাতিক ডেস্ক ঃ
করোনাভাইরাস মহামারি শুরুর পর ‘ওয়ার্ক ফ্রম হোম’ বা বাড়ি থেকে অফিসের কাজ শুরু হয়েছে। তার রেশ এখনো চলছে। বাড়ি থেকে কাজ করার অনেক সুবিধা থাকলেও কিছু অসুবিধাও রয়েছে।
অফিসে গিয়ে কাজ করার ক্ষেত্রে সময় নির্ধারিত থাকে।
তবে অফিসের বাইরে থেকে কাজ করলে সংস্থার প্রয়োজনমাফিক সময়ে কাজ করতে হয়। যেমনটা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার এক যুবকের ক্ষেত্রে।
আরেক জন লিখেছেন, এ ধরনের মানসিকতা প্রচার করার কোনো মানেই নেই। এতে গর্বিত হওয়ারও কোনো কারণ দেখি না।
তৃতীয় জনের মত, এই ছবিটি আদৌ সত্যি কি? দেখতে মজার হলেও এ ধরনের কর্ম সংস্কৃতি অন্যান্য কর্মীদের জন্য ভালো না-ও হতে পারে।
বরের পরিবারের দাবি, তাদের ছেলে তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী সৈকত দাস। নান্দীমুখ বিয়ের দিন সকালে না করে আগের দিন করা হয়েছে। সৈকতের ছুটি ছিল বিয়ের দিন থেকে। নান্দীমুখের সময় হঠাৎ করেই তার জরুরি ‘কল’ চলে আসে। সে কারণে অনুষ্ঠানের মাঝেই তাতে যোগ দিতে হয়েছিল বরকে।
সূত্র: এনডিটিভি