সিলেটে খারইল বিলে নৌকাডুবিতে নিখোঁজ ২
সিলেটের সময় ডেস্ক ঃ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়নের রায়েরগাঁও হইতে কালারুকা আশার পথে নৌকাডুবির ঘটনায় রোববার রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় খারইল বিলের মধ্যবর্তীস্থানে নৌকাডুবির ঘটনা ঘটে।
নৌকায় থাকা ছয় জন উদ্ধার হলেও নিখোঁজ রয়েছেন দুইজন।
নিখোঁজরা হলেন, পুটামারা গ্রামের মৃত রিফাত আলীর পুত্র আছকন্দর আলী ও রায়ের গাঁও গ্রামের ইকন্দর আলীর পুত্র রজাখ আলী।
জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান ওবায়দুল্লাহ ইসহাক জানান, বন্যার কারণে রাতে নৌকাযোগে বাড়ি ফিরছিলেন নিখোঁজ দুইজনসহ অন্যরা। রাতে ঝড়ের কবলে পড়ে স্থানীয় খাড়ইল বিলে নৌকাটি ডুবে গেলে তারা নিখোঁজ হন।
সেমাবার সকাল পৌনে ১২টা দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত নৌকাটি উদ্ধার হরে নিখোঁজদের কোন সন্ধান পাওয়া যায়নি। ডুবুরিরা তাদের উদ্ধারে চেষ্টা অব্যাহত রেখেছেন বলেও তিনি জানান।