দিরাইয়ে বজ্রপাতে দুইজনের মৃত্যু
সিলেটের সময় ডেস্ক ঃ
দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ধীতপুর গ্রামে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন রবীন্দ্র দাস (৫৫) ও টিপু দাস (২৫)।
শুক্রবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে স্থানীয় দাভাঙ্গা হাওরে বজ্রপাতে তাদের মৃত্যু হয়।
কুলঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান একরার হোসেন একরার বিষয়টি নিশ্চিত করেছেন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, বজ্রপাতে ২ কৃষকের হাওরে মৃত্যু হয়েছে। ঘটনাটা বিকেল সাড়ে ৫ টার হলেও আমি ১০-১৫ মিনিট আগে জেনেছি। তাদের লাশ সৎকার হয়ে গিয়েছে। আমরা খোঁজ নিচ্ছি ।