সিলেটের সাদিকুর রহমান টাওয়ার হ্যামলেটসে কাউন্সিলর প্রার্থী
সিলেটের সময় ডেস্ক ঃ
সিলেটের সাদিকুর রহমান, লন্ডনের টাওয়ার হ্যামলেটসে কাউন্সিলর প্রার্থী হয়েছেন। কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ সাদিকুর রহমান এবার সফল হবেন বলে আশাবাদী। তিনি ২০১৮ সালে আইল্যান্ড গার্ডেনের কাউন্সিলর প্রার্থী ছিলেন, তবে অল্প সংখ্যক ভোটের কারণে বিজয় লাভ করতে পারেনি।
তিনি এবার টাওয়ার হ্যামলেটসের অ্যাসপায়ার গ্রুপ থেকে আইল্যান্ড গার্ডেনের কাউন্সিলর প্রার্থী হিসাবে প্রতিদ্বন্ধিতা করবেন। তিনি সংশ্লিষ্ট সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।