বাঁধে বসে ইফতার করলেন সাবেক ইউ’পি সদস্য আহমদ আলী সহ কৃষক যুবকরা
সৈয়দ উবায়দুর রহমান : আজ (৯ এপ্রিল)শনিবার সুনামগঞ্জ জেলার জগন্নথাপুর উপজেলাস্থ নলুয়ার হাওরের সুরমা নদীর সাথে সংযুক্ত, এই হাওর জগন্নাথপুর উপজেলা ছারাও দিরাই ও ছাতক উপজেলায় বিস্তৃত। হাওরের নতুন বাঁধে ইফতার করতে দেখা যায় সাবেক ইউ’পি সদস্য আহমদ আলী সহ কৃষক যুবকদের,সাবেক ইউপি সদস্য ও যুবকদের ইফতার করার ছবি পোস্ট করা হয় সাবেক ইউ’পি সদস্য Ahmod Ali ফেসবুক আইডি থেকে, ফেসবুক পেজটিতে বলা হয়, ‘নতুন বাঁধে বসে আজকে ইফতার করলাম ‘আহমদ আলী সাংবাদিকদের জানান দিন রাত পরে আছি বাঁধে,ভয়ে কাঁটছে আমাদের রাত দিন। কখন যে কী হয় বলা যায় না ঝুঁকিপূর্ণ বাঁধ নিয়ে হাজার হাজার কৃষকের চিন্তার নেই কোনো সমাপ্ত।
তিনি আরো বলেন প্রতিবার বাঁধ নিয়ে করা হয় দুর্নীতি, আর সেই দুর্নীতির মাশুল দিতে হয় আমাদের”বাঁধ ভেঙ্গে পানি ডুকলে হাজারো কৃষক নি:শ্ব হয়ে যাবে।ঋণগ্রস্থ কৃষকরা পথহারা হয়ে যাবে,নিজের ঘরের গরু বিক্রি করে ব্যাংক থেকে টাকা লোন করে কৃষকরা জমিতে ব্যায় করেছেন তাদের কী হবে!আহমদ আলী সবাইকে বাঁধে রাত কাটানোর আহবান জানান। এবং দেশ বিদেশের সকলের কাছে দোয়া কামনা করেন।