চুনারুঘাটে বিভিন্ন মামলায় পরোয়ানাভূক্ত গ্রেফতার-১১
সিলেটের সময় ডেস্ক:
হবিগঞ্জের চুনারুঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভূক্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে ।
গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার(৭ এপ্রিল) বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় । এর আগে গতকাল বুধবার রাতভর বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ ।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আলী আশরাফ বলেন, গ্রেপ্তারকৃতরা বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত। আসামিরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন পলাতক ছিল। এদের মধ্যে চুরি, ডাকাতি, মাদক ও নারী নির্যাতন মামলার আসামি রয়েছে। বুধবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়।