প্রেমিকার আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে দিলেন প্রেমিক
সিলেটের সময় ডেস্ক ঃ
বগুড়ার শাজাহানপুরে প্রেমিকার আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে প্রেমিকের বিরুদ্ধে। এ ঘটনায় শাজাহানপুর থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগীর মা।
রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন। অভিযুক্ত প্রেমিকের নাম হাবিবুর রহমান ওরফে হাবিব। ২১ বছর বয়সী হাবিব উপজেলার আড়িয়া ইউনিয়নের জামালপুর বগুড়াপাড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ছয় মাস আগে মুঠোফোনে হাবিবের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে আড়িয়া ইউনিয়নের মানিকদিপা পদ্মপাড়া গ্রামের এসএসসি পরিক্ষার্থী এক তরুণীর। একপর্যায়ে তাকে বিয়ের প্রস্তাব দেন হাবিব। কিন্তু বিয়েতে রাজি হয়নি তরুণীর পরিবার। এতে ক্ষিপ্ত হয়ে তরুণীর অশালীন ছবি ফেসবুকে পোস্ট করেন হাবিব।
এ নিয়ে সালিশ হলে ফেসবুকে ছবি পোস্ট করবেন না মর্মে মৌখিকভাবে অঙ্গীকার করেন হাবিব। কিন্তু ২৫ মার্চ মেয়েটির ছবি এডিট করে আপত্তিকর ছবি বানিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্ডে পোস্ট করেন তিনি।
শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগীর মা। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।