বৈজ্ঞানিক কর্মকর্তা হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার ২
সিলেটের সময় ডেস্ক ঃ
রাজধানীর শ্যামলীতে প্রকাশ্য রাস্তায় ছুরি মেরে গম গবেষণা ইনস্টিটিউটের সাবেক মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা আনোয়ার শহীদের খুনের ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন— মো. সাইফুল ইসলাম ও মো. জাকির হোসেন।
গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার পর আদাবর থানা এলাকার হলিলেন গলিতে ছুরিকাঘাতে হত্যা করা হয় আনোয়ার শহীদকে।
স্থানীয়রা তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে সেখানে রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।
আনোয়ার শহীদের বাসা দক্ষিণপুরে রাজিয়া টাওয়ারে। গ্রামের বাড়ি নীলফামারীর ডোমারের ছোট রাওতায়। ঘটনার দিন কোনো এক ব্যক্তির ফোন পেয়ে তিনি শ্যামলীর হানিফ কাউন্টারে যাওয়ার জন্য বাসা থেকে বেরিয়েছিলেন বলে পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছেন।