ইরানের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল সৌদি আরব, আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক ঃ

ইরানে ৬ দশমিক ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ওই ভূমিকম্পের তীব্রতা এতো বেশি ছিল যে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতেও কম্পন অনুভূত হয়েছে বলে আরব নিউজ রোববার এক প্রতিবেদনে জানিয়েছে।

ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হরমোজগানের কাছে বন্দর নগরী বন্দর আব্বাসে স্থানীয় সময় দুপুর ১২টার দিকে এই ভূকম্পন অনুভূত হয় বলে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে।
স্থানীয় এক কর্মকর্তা ইরারের রাষ্ট্রীয় টেলিভিশনকে জানান, ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের বেশ কয়েকটি জেলায় এ ভূকম্পন অনুভূত হয়।

ভূমিকম্পের পর আক্রান্ত এলাকায় উদ্ধারকারী দল পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।

এ বিভাগের অন্যান্য