সিলেট বিভাগের তিন নেতার মৃত্যুতে শোক জানিয়েছে জাতীয় সংসদ

সিলেটের সময় ডেস্ক ঃ

সিলেট বিভাগের তিন নেতার মৃত্যুতে শোক জানিয়েছে জাতীয় সংসদ। রোববার (১৪ নভেম্বর) সংসদের ১৫তম অধিবেশন শুরু হলে সভাপতিমণ্ডলী মনোনয়নের পর শোক প্রস্তাব আনা হয়।

প্রথমে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শোক প্রস্তাবটি পড়ে শোনান। এরপর মরহুমদের সম্মানে সবাই দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন শেষে তাদের আত্মার মাগফেরাত কামনা করে মুনাজাত করেন।

সিলেটের যাদের জন্য শোক প্রস্তাব আনা হয় তারা হচ্ছেন- সুনামগঞ্জ-৪ আসনের সাবেক এমপি মো. ফজলুল হক আসপিয়া, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান ও সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আবু নছর।

উল্লিখিত বিশিষ্ট ব্যক্তিদের জীবনবৃত্তান্ত সম্বলিত শোকপ্রস্তাব সংসদে উত্থাপন করা হয়। এছাড়া শোকপ্রস্তাবের অনুলিপি উপস্থিত সংসদ সদস্যদের মধ্যে সরবরাহ করা হয়।

এ বিভাগের অন্যান্য