সন্ধান মিলেছে নিখোঁজ ২ ভাইয়ের

সিলেটের সময় ডেস্ক ঃ

সিলেটে একই দিনে নিখোঁজ হওয়া আপন দুই ভাইয়ের খোঁজ মিলেছে।
শনিবার নিখোঁজ হয়েছিলেন সিলেট নগরীর জালালাবাদ থানাধীন পশ্চিম পাঠানটুলা পল্লবী আবাসিক এলাকার ২৩/২নং বাসার কামাল আহমদের ছেলে রায়হান আহমদ (১৭) ও আব্দুল্লাহ (১১)। তাদের গ্রামের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মকরমপুরে।

রোববার বেলা সোয়া ১টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের দিরাই রাস্তায় তাদের খোঁজ পাওয়া গেছে। সেখানকার লোকদের কাছ থেকে খবর পেয়ে পরিবারের সদস্যরা তাদের বাসায় নিয়ে আসেন। বিষয়টি নিশ্চিত করেছেন তাদের চাচা আফজাল আহমেদ।

তিনি জানান, রায়হান ও আব্দুল্লাহকে বাসায় নিয়ে আসা হচ্ছে। তারা সেখানে কী করে গেল, তা এখনো আমরা জানি না। এর আগে এ দুজনের নিখোঁজের ঘটনায় তাদের ভাই রাজু আমিন সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানায় জিডি করেন।

জিডিতে তিনি উল্লেখ করেন, রাহয়ান আহমদ ও আব্দুল্লাহ বিমানবন্দর থানাধীন শামীমাবাদ মাদ্রাসায় পড়ালেখা করে। শনিবার বেলা পৌনে ১২টার দিকে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে পাঠানটুলার বাসা থেকে বেরিয়ে যায় তারা।

এ বিভাগের অন্যান্য