হবিগঞ্জে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সিলেটের সময় ডেস্ক ঃ

হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। তার নাম শেখ ফরিদ মিয়া (২৫)।

তিনি সুনামগঞ্জের শাল্লা থানার দৌলতপুর গ্রামের শেখ জামাল মিয়ার ছেলে। আজ শনিবার (১৩ নভেম্বর ) সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ তাকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা মেজর মাহফুজুর রহমান।

এ বিভাগের অন্যান্য