জৈন্তাপুর থেকে দুই মাদক কারবারী আটক

সিলেটের সময় ডেস্ক ঃ

সিলেটের জৈন্তাপুর থেকে ৭০ বোতল মদসহ আটক দুই কারবারিকে কারাগারে পাঠানো হয়েছে। তারা হলেন জৈন্তাপুরের ময়নাহাটি গ্রামের মো. আব্দুল মতিনের ছেলে ইমরান আহমদ (১৯) ও কেন্দ্রীকাঁঠালবাড়ী গ্রামের মো. রইছ আলীর ছেলে ফয়জুল ইসলাম (১৮)। আজ শনিবার (১৩ নভেম্বর ) দুপুরের দিকে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লামাপাাড়া গ্রামের রাস্তা থেকে তাদের আটক করে র‌্যাব-৯ সিলেট ক্যাম্পের একটি দল। এসময় তাদের হেফাজত থেকে ৭০ বোতল বিদেশী মদ জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ তাদের দুজনকে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা মেজর মাহফুজুর রহমান।

কারগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে জৈন্তাপুর থানা পুলিশ।

এ বিভাগের অন্যান্য