ছেলের ধারালো অস্ত্রের কোপে মা নিহত

সিলেটের সময় ডেস্ক ঃ

চুয়াডাঙ্গা সদর উপজেলার পিরোজখালী গ্রামে জবেদা খাতুন (৪৫) নামের এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলে মুকুল হোসেনের (৩৫) বিরুদ্ধে।

শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে পিরোজখালী গ্রামের কাজিপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত জবেদা খাতুন ওই এলাকার হাসান আলীর স্ত্রী।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, পিরোজখালী গ্রামের হাসান আলীর পুত্র মুকুল হোসেন পরপর তিনটা বিয়ে করে। বিয়ের পর স্ত্রীদের মারধর করার কারণে সব স্ত্রী ডিভোর্স দিয়ে চলে যায়। একটি সন্তান নিয়ে থাকত মুকুল।

শনিবার বিকালে খাওয়ার সময় মায়ের সঙ্গে উত্তেজিত হয়ে মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে সে। মুকুলের সন্তান বিষয়টি স্থানীয়দের জানায়। স্থানীয়রা এসে দেখেন জবেদা খাতুনের রক্তাক্ত লাশ মেঝেতে পড়ে আছে। আর মুকুল পাশের ঘরে চেয়ারে বসে আছে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার্স (ওসি) মোহাম্মদ মহসীন জানান, ঘর থেকে অভিযুক্ত ছেলে মুকুলকে আটক করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

এ বিভাগের অন্যান্য