ভারত-শ্রীলঙ্কায় প্রবল বর্ষণ, নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক ঃ

প্রবল বর্ষণে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ু ও শ্রীলঙ্কার উপকূলীয় এলাকায় অন্তত ২৫ জনের প্রাণহানি ঘটেছে। সেইসঙ্গে হাজার হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত, যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন।

শ্রীলঙ্কার কর্মকর্তারা জানিয়েছেন, গত কয়েকদিনের ভারি বর্ষণে দেশটির উপকূলীয় এলাকায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। তাদের বেশিরভাগই পানিতে ডুবে মারা গেছেন। সেইসঙ্গে বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে আরও ৫ জন আহত হয়েছেন।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের প্রধান সুদান্থা রানাসিংহে জানান, ‌করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় সরকারি আশ্রয় কেন্দ্র ঠাঁই নেওয়া এক হাজারের বেশি পরিবারকে তাদের স্বজনদের কাছে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে গভীর সমুদ্রে সৃষ্ট নিম্নচাপটি তামিলনাড়ুর দিকে অগ্রসর হতে পারে বলে আশংকা করছে শ্রীলঙ্কার আবহাওয়া দফতর।

ভারতের আবহাওয়া অধিদফতর তামিলনাড়ু রাজ্যের বিভিন্ন অংশ এবং পার্শ্ববর্তী অন্ধ্র প্রদেশে রেড অ্যালার্ট জারি করেছে।

এ বিভাগের অন্যান্য