৪৯ বছর যুবলীগের নেতৃত্ব দিয়েছেন যারা

সিলেটের সময় ডেস্ক ঃ

শেখ ফজলুল হক মনির নেতৃত্বে ১৯৭২ সালের ১১ নভেম্বর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে এক যুব কনভেনশনের মাধ্যমে দেশের প্রথম যুব এ সংগঠনের শুরু হয়।  বহু চড়াই উৎরাই-এর মধ্য দিয়ে ৪৯ বসন্ত পার করেছে এই সংগঠন।

ফজলুল হক মনি ছিলেন যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।  এর পর আরও অনেক হেভিওয়েট নেতা যুবলীগের নেতৃত্বে ছিলেন।

বর্তমানে যুবলীগের নেতৃত্বে রয়েছেন প্রতিষ্ঠাতা মনির ছেলে শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল।

অর্ধশতাব্দী ধরে যারা যুবলীগকে নেতৃত্ব দিয়েছেন—

১৯৭৪ সালের প্রথম জাতীয় কংগ্রেসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ছাত্রলীগের সাবেক সভাপতি, বঙ্গবন্ধুর ভাগনে শেখ ফজলুল হক মনি চেয়ারম্যান নির্বাচিত হন। সাধারণ সম্পাদক ছিলেন অ্যাডভোকেট সৈয়দ আহম্মেদ।
১৯৭৮ সালে অনুষ্ঠিত সংগঠনটির ২য় জাতীয় কংগ্রেসে আমির হোসেন আমু চেয়ারম্যান নির্বাচিত হন। সাধারণ সম্পাদক ছিলেন ফকির আব্দুর রাজ্জাক।

১৯৮৬ সালের তৃতীয় কংগ্রেসে চেয়ারম্যান নির্বাচিত হন মোস্তফা মহসীন মন্টু। সাধারণ সম্পাদক ছিলেন ফুলু সরকার।  মন্টু পরবর্তীতে আওয়ামী লীগ ছেড়ে গণফোরাম গড়ে তোলেন ড. কামাল হোসেনকে সঙ্গে নিয়ে।
১৯৯৬ সালের চতুর্থ জাতীয় কংগ্রেসে চেয়ারম্যান নির্বাচিত হন শেখ ফজলুল করিম সেলিম। সাধারণ সম্পাদক ছিলেন অ্যাডভোকেট কাজী ইকবাল হোসেন।

২০০৩ সালের পঞ্চম জাতীয় কংগ্রেসে চেয়ারম্যান নির্বাচিত হন জাহাঙ্গীর কবির নানক। সাধারণ সম্পাদক ছিলেন মির্জা আজম।

২০১২ সালে অনুষ্ঠিত হয় সংগঠনটির ষষ্ঠ কংগ্রেস। এতে চেয়ারম্যান নির্বাচিত হন মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী। সাধারণ সম্পাদক ছিলেন মো. হারুনুর রশীদ। ক্যাসিনোকাণ্ডের মধ্যে ওমর ফারুক চৌধুরীকে সরিয়ে দেওয়া হয়।
২০১৯ সালের ২৩ নভেম্বর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে যুবলীগের সপ্তম জাতীয় কংগ্রেসে শেখ ফজলুল হক মনির ছেলে শেখ ফজলে শামস্ পরশকে চেয়ারম্যান করা হয়। তার সঙ্গে সাধারণ সম্পাদক হন মাঈনুল হোসেন খান নিখিল।

যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নিয়েছে সংগঠননি। বেলা ১১টায় শিল্পকলা একাডেমিতে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু।

প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। দিনটি উপলক্ষ্যে সংগঠনের সভাপতি শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল দেশবাসীসহ যুব সমাজকে শুভেচ্ছা জানিয়েছেন।

এ বিভাগের অন্যান্য