রাফটো মানবাধিকার পুরস্কার মিসরীয় সংস্থার
মিসরের মানবাধিকার সংস্থা দি ইজিপশিয়ান কমিশন ফর রাইটস অ্যান্ড ফ্রিডমস (ইসিআরএফ) নরওয়ের রাফটো মানবাধিকার পুরস্কার (রাফটো প্রাইজ ফর হিউম্যান রাইটস) জয় করেছে।
বৃহস্পতিবার রাফটো ফাউন্ডেশন ঘোষণা করে যে, মিসরে রাষ্ট্রীয় ভয়ভীতি প্রতিরোধে সাহসী ভূমিকা রাখার জন্য ইসিআরএফকে এবারের পুরস্কার দেয়া হয়।
২০১৩ সালে মিসরে সামরিক অভ্যুত্থানের পর মানবাধিকারকর্মী মোহামেদ লুতফি ও আহমেদ আবদুল্লাহ ইসিআরএফ প্রতিষ্ঠা করেন।
তারপর থেকে ৩০ জন গবেষক ও আইনজীবী এবং ১ হাজার স্বেচ্ছাসেবীর মাধ্যমে মানবাধিকার লংঘনের নথি তৈরি, রিপোর্ট করা ও সচেতনতা গড়ে তোলার করছে সংগঠনটি। এএফপি।