মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর মায়ের মৃত্যু

পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিমের মা মাজেদা বেগম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৫ বছর।

বার্ধক্যজনিত কারণে সোমবার রাত ১২টার দিকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন মন্ত্রীর ছোট ভাই ‘আজকের দর্পণ’ পত্রিকার সম্পাদক মো. নুরে আলম ছিদ্দিকী শাহীন।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর মাজেদা বেগম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

মঙ্গলবার সকাল ১০টায় নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের তারাবুনিয়ার গ্রামের বাড়িতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মোহাম্মাদ সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগ, জেলা ও নাজিরপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠন।

এ বিভাগের অন্যান্য