সেনাবাহিনীকে অবমাননা: পাকিস্তানে সাংবাদিক গ্রেফতার

সেনাবাহিনীকে অবমাননার অভিযোগে পাকিস্তানে এক সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ।

দেশটির জনপ্রিয় ইংরেজি দৈনিক দ্য এক্সপ্রেস ট্রিবিউনের সাংবাদিক বিলাল ফারুকি বরাবরই পাকিস্তানের সেনাবাহিনী, সরকার এবং ধর্মীয় চরমপন্থী দলের সমালোচনা করে এসেছেন।

গ্রেফতারের কয়েক ঘন্টা পর শনিবার সকালে তাকে আবার ছেড়ে দেয়া হয়েছে বলে ডন জানিয়েছে।

পাকিস্তানে অনলাইনে ধর্ম, দেশ, আদালত এবং সেনাবাহিনীকে নিয়ে সমালোচনা করলে গ্রেফতার হতে হয় এবং বিচারের মুখোমুখি হতে হয়।

শুক্রবার পাকিস্তান পুলিশ জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে অবমাননাকর পোস্ট দেয়া এবং ধর্মীয় বিদ্বেষ ছাড়ানোর অভিযোগে বিলালকে গ্রেফতার করা হয়েছে।

দেশটিতে গত কয়েক মাসে সরকার ও দেশটির প্রভাবশালী সেনাবাহিনীর সামলোচনা করায় কয়েকজন সাংবাদিককে গ্রেফতার হতে হয়েছে।

পাকিস্তান সরকার ও সেনাবাহিনীর আরেক সমালোচক সাংবাদিক মতিউল্লাহ জানকে গত জুলাইয়ে অজ্ঞাত ব্যক্তিরা ধরে নিয়ে যায়। তার নিখোঁজ হওয়া নিয়ে সাংবাদিক ও সমাজকর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ এবং সমালোচনা শুরু করলে কয়েক ঘণ্টা পর তাকে ছেড়ে দেয়া হয়।

এ সপ্তাহের শুরুতেও ইসলামাবাদে সাবেক এক সাংবাদিক কয়েকদিন নিখোঁজ থাকার পর বাড়ি ফিরেছেন। কারা তাকে ধরে নিয়ে গিয়েছিল, কোথায় নিয়ে গিয়েছিল সে বিষয়ে ওই সাংবাদিক মুখে বন্ধ করে আছেন।

ওই সাংবাদিক নিখোঁজ হওয়ার পর এক টুইটে বিলাল লিখেছিলেন, ‘এই দেশে শক্তিশালীরা আইনের ঊর্ধ্বে।’

বিলালের মতো গত বছর আরেক সাংবাদিক শাহজেব জিলানি প্রায় একই অভিযোগে গ্রেফতার হয়েছিলেন। কিন্তু পর্যাপ্ত প্রমাণের অভাবে আদালত ওই মামলা খারিজ করে দেয়।

বিবিসি জানায়, গত বছর পাকিস্তানে খবর প্রকাশের কারণে অন্তত চারজন সাংবাদিক ও ব্লগারকে খুন হতে হয়েছে।

দেশটিতে সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের বিরুদ্ধে বাড়তে থাকা নৃশংসতা ও নিপীড়ন নিয়ে এ সপ্তাহেই উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয় হাইকমিশনার।

এ বিভাগের অন্যান্য