করোনার কারণে সূ চির নির্বাচনী প্রচার বন্ধ

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় মিয়ানমারের নেত্রী অন সাং সূ চি তার পূর্ব নির্ধারিত নির্বাচনী প্রচারণা বাতিল করেছেন।

সোমবার তার প্রথম নির্বাচনী প্রচারণার বাতিল করেন তিনি। হঠাৎ করে দেশটিতে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় তা বন্ধ করতে বাধ্য হয়েছেন সূ চি। খবর আরব নিউজের।

রোববার নতুন করে ১০০ জন এবং সোমবার আরও ৪৫ জন করোনায় আক্রান্তের পর সূ চি এ সিদ্ধান্ত নিয়েছেন।

৮ নভেম্বার অনুষ্ঠিতব্য দেশটিতে জাতীয় নির্বাচনের আগে মিয়ানমারের স্টেট কাউন্সিলর মঙ্গলবার বাণিজ্যিক রাজধানী ইয়াঙুনে নির্বচনী প্রচারনা চালানোর কথা ছিল।

এ বিভাগের অন্যান্য