করোনাভাইরাস একটি ‘ছোটখাটো ধাক্কা’: সৌরভ
করোনাভাইরাস মহামারীর মধ্যেও এ মাসে আইপিএল আয়োজন নিয়ে সমালোচনা হচ্ছে অনেক। তবে এসব আলোচনা বা এই ভাইরাস, কোনো কিছুকেই খুব একটা গুরুত্ব দিচ্ছেন না সৌরভ গাঙ্গুলী।
ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধানের মতে, এসব ছোটখাটো হোঁচট সামলেই মানুষকে এগিয়ে যেতে হবে।
অনেক বিতর্ক ও সমালোচনার মধ্যে আয়োজন করা হচ্ছে এবারের আইপিএল। ভারতে করোনাভাইরাস পরিস্থিতি নাজুক হওয়ায় ১৯ সেপ্টেম্বর থেকে এবারের আসর হবে সংযুক্ত আরব আমিরাতে।
দলগুলো এর মধ্যেই চলে গেছে মরুর দেশটিতে, শুরু হয়েছে অনুশীলন। চেন্নাই সুপার কিংস দলের ১৩ সদস্যের আক্রান্ত হওয়ার খবরে নতুন করে আইপিএলকে ঘিরে চলছে আলোচনা।
তবে এসবকে পাত্তা দিচ্ছেন না সৌরভ। ভারতের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে অনলাইন বক্তৃতায় সাবেক এ অধিনায়ক বললেন, ভাইরাসের কাছে মানবশক্তি অসহায় হয়ে থাকতে পারে না।
এটি স্রেফ একটি ভাইরাস, যা এর মধ্যেই দুর্বল হতে শুরু করেছে এবং আমরা আশা করছি এটি কাটিয়ে উঠব। আমাদের জীবনে এ রকম ছোটখাটো ধাক্কা আসেই, এসব পেরিয়ে যেতে হবে।
খুব সহজেই আমরা এবারের আইপিএল এড়িয়ে যেতে পারতাম। কিন্তু আমরা মানবশক্তি এবং এ কারণেই সব কঠিন সময় আমরা পেরোতে পেরেছি।