স্টেগেনের হাঁটুতে অস্ত্রোপচার
ডান হাঁটুতে অস্ত্রোপচার করাতে যাচ্ছেন বার্সেলোনার জার্মান গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেন।
ক্লাবের ওয়েবসাইটে সোমবার এ খবর দেয়া হয়। তবে কতদিন তাকে মাঠের বাইরে থাকতে হবে, তা বলা হয়নি। নতুন লিগ মৌসুম শুরু হবে আগামী ১২ সেপ্টেম্বর।
২৮ বছর বয়সী এই গোলরক্ষকের চোট পুরনো। বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৮-২ ব্যবধানে হেরে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বার্সেলোনা ছিটকে যাওয়ায় এই মৌসুমে তাদের আর কোনো খেলা নেই। অস্ত্রোপচারের জন্য তাই এই সময়কেই বেছে নেয়া হয়েছে।