‘খুবই গুরুত্বপূর্ণ’ এক ব্যক্তিকে ক্ষমা করে দেবেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মঙ্গলবার তিনি খুবই গুরুত্বপূর্ণ এক ব্যক্তিকে ক্ষমা করে দেবেন।

তবে ক্ষমা পাওয়া ব্যক্তিটি মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) সাবেক ঠিকাদার এডওয়ার্ড স্নোডেন কিংবা সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফিন হবেন না।-খবর এনডিটিভির

সোমবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি বলেন, আগামীকাল খুবই গুরুত্বপূর্ণ এক ব্যক্তিকে ক্ষমা করে দেয়া হবে। তবে এ নিয়ে বিস্তারিত তথ্য জানাতে তিনি অস্বীকার করেছেন।

এর আগে স্নোডেনকে ক্ষমা করে দেয়ার কথা বিবেচনার কথা জানিয়েছিলেন ট্রাম্প। শনিবার নিউ জার্সির বেডমিনস্টার গলফ ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেছেন।

কয়েকদিন আগে নিউ ইয়র্ক পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারেও ট্রাম্প একই ধরনের ইঙ্গিত দিয়েছিলেন।

তিনি বলেন, মার্কিন আইনশৃঙ্খলা বাহিনী তার (স্নোডেন) সঙ্গে ন্যায্য আচরণ করেনি বলে অনেকে মনে করেন।

যুক্তরাষ্ট্রের ভেতরে-বাইরে এনএসএ’র বিস্তৃত নজরদারি সংক্রান্ত গোপন গোয়েন্দা নথি গণমাধ্যমের কাছে ফাঁস করে দেয়া স্নোডেন পরে যুক্তরাষ্ট্র থেকে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নেন।

২০১৩ সালে তার নথি ফাঁসের ঘটনা যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোকে বড় ধরনের ঝাঁকুনি দিয়েছিল। মার্কিন কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরেই স্নোডেনকে দেশে ফিরিয়ে এনে তার বিচার করার চেষ্টা করছে।

রয়টার্স বলছে, স্নোডেনকে নিয়ে ট্রাম্পের এখনকার অবস্থানের সঙ্গে কয়েক বছরের অবস্থানের আকাশ পাতাল তাফাৎ দেখা যাচ্ছে।

এ বিভাগের অন্যান্য