সমালোচনার মধ্যেই ইসরাইলের সঙ্গে আমিরাতের ‘করোনা’ চুক্তি

মুসলিম বিশ্বে সমালোচনার মধ্যেই ইসরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের কৌশলগত শান্তি চুক্তির দুদিনের মাথায় করোনা নিয়ে প্রথমবারের মতো বাণিজ্যিত চুক্তি হয়েছে। আমিরাতি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে বলা হয়, কোভিড-১৯ ভ্যাকসিন নিয়ে গবেষণা ও উন্নয়নে আমিরাত এবং ইসরাইলি কোম্পানির সঙ্গে কৌশলগত বাণিজ্যিক চুক্তি হয়েছে।

শনিবার আমিরাতি অ্যাপেক্স ন্যাশনাল ইনভেস্টমেন্ট কোম্পানির সঙ্গে ইসরাইলি টেরা গ্রুপের এ চুক্তি স্বাক্ষরিত হয়।

রোববার আমিরাতের সংবাদ মাধ্যম ওয়ামের বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।

অ্যাপেক্স চেয়ারম্যান খলিফা খরৌর উদ্ধৃতি দিয়ে আমিরাতের সংবাদ মাধ্যম ওয়াম বলছে, মানবতার সেবায় করোনাভাইরাস নিয়ে গবেষণা জোরদার করতে এই চুক্তিটি আমিরাত-ইসরাইলের মধ্যে বাণিজ্য, অর্থনীতি ও ব্যবসায়িক খাতে কার্যকর অংশীদারিত্বের সূচনাকারী প্রথম বাণিজ্যিক চুক্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

আবুধাবিতে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এ চুক্তিতে দুই দেশের পক্ষে যার যার প্রতিনিধি স্বাক্ষর করেন। বলা হচ্ছে, আমিরাত ও ইসরাইলের সঙ্গে শান্তি চুক্তির দুই দিন পরেই করোনাবিরোধী ভ্যাকসিন নিয়ে চুক্তি করল দেশ দুইটি।

এক যৌথ বিবৃতিতে দেশ দুটির পক্ষ থেকে জানানো হয়, খুব দ্রুতই সংযুক্ত আরব আমিরাত ও ইসরাইল করোনভাইরাসের চিকিৎসা এবং ভ্যাকসিনের উন্নয়নে সহযোগিতা ত্বরান্বিত করবে।

যৌথ বিবৃতিতে আরও বলা হয়েছে, বিনিয়োগ, পর্যটন, সরাসরি বিমান চলাচল, সুরক্ষা, টেলিযোগাযোগ ও অন্যান্য বিষয়ে চুক্তি স্বাক্ষরের জন্য ইসরাইল এবং সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিরা আগামী সপ্তাহে বৈঠকে বসবেন।

এর আগে বৃহস্পতিবার আমিরাত ও ইসরাইলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যাস্থতায় একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়েছিল, এই চুক্তির আওতায় ইসরাইল পশ্চিম তীরে যেসব অঞ্চল সংযুক্তি নিয়ে আলোচনা করেছে, সেসব ক্ষেত্রে সার্বভৌমত্ব প্রয়োগ স্থগিত করতে সম্মত হয়েছে।

তবে এ চুক্তির পর ফিলিস্তিন সরকারসহ অধিকাংশ মুসলিম বিশ্ব এটিকে প্রত্যাখ্যান করে বিবৃতি দিয়েছে।

এ বিভাগের অন্যান্য