সাহেদকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করবে দুদক

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুদকের এক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েস আসামিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের এ আদেশ দেন।

আদালত সূত্র জানায়, জনগণের সঙ্গে প্রতারণা করে করোনার সনদ দেয়ার নামে কোটি কোটি টাকা সংগ্রহ, আয়কর ফাঁকি, ভুয়া নাম ও পরিচয়ে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে কোটি কোটি টাকা আত্মসাৎ এবং এর সঙ্গে সংশ্লিষ্টদের অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। ২৯ জুলাই দুদক এ অনুসন্ধান শুরু করে। এ লক্ষ্যে কমিশন তিন সদস্যের একটি টিম গঠন করেছে। অনুসন্ধান টিমের লিডার দুদকের পরিচালক শেখ মো. ফানাফিল্যাহ ও সদস্য উপপরিচালক মো. ফরিদ আহমেদ পাটোয়ারি আসামি সাহেদকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করবেন।

প্রসঙ্গত, করোনা পরীক্ষা ও চিকিৎসার নামে প্রতারণা মামলায় ১৫ জুলাই সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে সাহেদকে গ্রেফতার করে র‌্যাব। পরদিন এ মামলায় তার ১০ দিনের রিমান্ডের আদেশ দেন আদালত।

এ বিভাগের অন্যান্য