কীর্তনখোলায় নিখোঁজ সেই অসুস্থ যাত্রীর সন্ধান মেলেনি
খেয়া নৌকায় কীর্তনখোলা নদী পার হতে গিয়ে পড়ে গিয়ে নিখোঁজ ফয়েজ মাহমুদ নামে সেই যাত্রীর এখনও সন্ধান মেলেনি।
বৃহস্পতিবার সকাল পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি বলে জানান স্থানীয়রা।
এর আগে বুধবার সকাল ১০টায় কীর্তনখোলার নৌবন্দর এলাকায় মাঝ নদীতে তিনি পড়ে যান। খেয়া নৌকায় বরিশাল নগরী থেকে কীর্তনখোলার পূর্ব তীর চরকাউয়ায় যাচ্ছিলেন তিনি।
নিখোঁজ ফয়েজ মাহমুদ ভোলার চরফ্যাশন উপজেলার সুলতান মাহমুদের ছেলে।
বরিশাল নৌপুলিশের পরিদর্শক আল মামুন বুধবার বেলা আড়াইটায় জানান, ফয়েজ মাহমুদ নদীতে পড়ে নিখোঁজ হওয়ার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছিল। নদীতে প্রচণ্ড স্রোত থাকায় বেলা আড়াইটায় উদ্ধার কার্যক্রম সমাপ্তি ঘোষণা করেন তারা।
পরিদর্শক আল মামুন আরও জানান, যাত্রীবাহী খেয়া নৌকায় বরিশাল নগরী থেকে কীর্তনখোলার পূর্ব তীর চরকাউয়ায় যাচ্ছিলেন ফয়েজ মাহমুদ। নৌকাটি নদীর মাঝ বরাবর পৌঁছলে তিনি অসুস্থ হয়ে নদীতে পড়ে যান। এ সময় অন্য যাত্রীরা তাকে ধরার চেষ্টা করেছিলেন।