মোকাব্বিরের গাড়িতে হামলায় যুবলীগ নেতা আটক
সিলেট-২ আসনের সাংসদ ও গণফোরাম নেতা মোকাব্বির খানের গাড়িতে হামলার ঘটনায় যুবলীগ নেতা দবির মিয়াকে (৩০) আটক করেছে পুলিশ।
দবির মিয়া উপজেলার দৌলতপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি। তিনি উপজেলার মিয়াজানেরগাঁও গ্রামের মৃত সজিদ আলীর ছেলে।
মঙ্গলাবর রাত ১০টার দিকে হাবড়াবাজার থেকে তাকে আটক করে থানায় নেয়া হয়েছে।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিম মুসা জানান, ১০ আগস্ট মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রবেশের সময় এমপি মোকাব্বির খানের গাড়িতে হামলার ঘটনায় তাকে আটক করা হয়েছে।
গত সোমবার দুপুরে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভায় উপস্থিত হওয়ার সময় ইউএনও অফিসের সামনে সাংসদের গাড়িতে এ হামলার ঘটনা ঘটে। এতে এমপি মোকাব্বিরের গাড়ির গ্লাস ভেঙ্গে যায়।
এ ব্যাপারে সাংসদ মোকাব্বির বলেন, উপজেলা অফিসের প্রবেশের মূহূর্তে মিছিল করে এসে কয়েকজন লোক আমার গাড়িতে হামলা চালায়।
তিনি বলেন, আমি এমপি নির্বাচিত হওয়ার পর সংসদে না যাওয়ার জন্য অনেক হুমকি এসেছিল। জনগণের সেবা করার জন্য তারা আমাকে ভোটে নির্বাচিত করেছেন। তখনই তো জীবনের মায়া ছেড়ে সংসদে গিয়েছি। আমার ওপর সন্ত্রাসী হামলাকে ভয় পাই না।