ভারতে একদিনে করোনায় আক্রান্ত ৫৩৬০১, মৃত্যু ৮৭১

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে ৫৩ হাজার ৬০১ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে আক্রান্ত হলেন ২২ লাখ ৬৮ হাজার ৬৭৫ জন।

এই সময়ে মৃত্যুবরণ করেছেন ৮৭১ জন। মোট মৃত্যু ৪৫ হাজার ২৫৭ জন।

তবে দেশটিতে করোনা সংক্রমণ দ্রুত হারে বাড়লেও তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় ৪৭ হাজার ৭৪৬ জন কোভিড রোগী সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট ১৫ লাখ ৮৩ হাজার ৪৮৯ জন স্বাভাবিক জীবনে ফিরেছেন।

মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে সংবাদমাধ্যম এনডিটিভি।

করোনা সংক্রমণের হিসাবে বিশ্ব তালিকায় ৩ নম্বরে থাকলেও এই নিয়ে সপ্তম দিন দৈনিক সংক্রমণের হিসাবে শীর্ষে অবস্থান করছে ভারত। গত ৭ দিনে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের থেকেও বেশি মানুষ প্রতিদিন আক্রান্ত হয়েছে করোনায়।

এ বিভাগের অন্যান্য