গ্রেনেড হামলায় নিহত ইব্রাহিম স্মরণে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ
সিলেটের গুলশান সেন্টারে ২০০৪ সালে গ্রেনেট হামলায় নিহত সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মো: ইব্রাহিম এর মৃত্যু বাষিকী উপলক্ষে মোঃ ইব্রাহিম স্মৃতি সংসদের আয়োজনে আজ সকাল ১১ ঘটিকায় স্মৃতি সংসদ কাযালয়ে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ করা হয়।
ইব্রাহিম স্মৃতি সংসদের সভাপতি আওয়ামীলীগ নেতা ডা. আরমান আহমদ শিপলুর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মেহেদী কাবুলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, ফয়জুল আনোয়ার আলাওর, তপন মিত্র, জুবের খান।
আরও উপস্থিত ছিলেন ছাত্রলীগের সহ-সম্পাদক রহমান সাইফুর, মহানগর ছাত্রলীগ নেতা আবি আহমদ, জামিল হোসাইন প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওলানা লুৎফুর রহমান।