‘বিশ্বাসই হচ্ছে না বেঁচে আছি’

ভয়ংকর, লোমহর্ষক, বিপর্যয়কর- লেবাননের বিস্ফোরণের ভয়াবহতা প্রকাশে এমন সব শব্দ ব্যবহার করছেন এ দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে ফেরা মানুষ।

‘বিশ্বাসই হচ্ছে না বেঁচে আছি’- লেবাননের বিস্ফোরণ থেকে বেঁচে যাওয়া নাদা হামজা বিস্ফারিত ও আতঙ্কগ্রস্ত চোখে এভাবেই বর্ণনা করছিলেন পরিস্থিতি।

বৈরুতের এ বাসিন্দা বুধবার আলজাজিরাকে বলেছেন, লেবাননের বৈদ্যুতিক স্থাপনার কয়েক মিটার দূরে ছিলেন তিনি। স্থাপনাটি বৈরুত বন্দরের সঙ্গেই। বিস্ফোরণের ভয়াবহতায় গাড়ি থেকে বেরিয়ে আসেন। দৌড়াতে শুরু করেন পাগলের মতো। একটি ভবনের নিচে আশ্রয় নেন।

‘পরে দেখলাম ভবনটি ধ্বংস হয়ে গেছে। বাবা-মাকে ফোন করার চেষ্টা করলাম। কোনোভাবেই তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছিলাম না। বিশ্বাস হচ্ছে না, এখনও বেঁচে আছি।’ যোগ করেন হামজা।

বিস্ফোরণের সময় বৈরুতের বাইরে ছিলেন আমেরিকান ইউনিভার্সিটি অব বৈরুতের সহযোগী অধ্যাপক নাসের ইয়াসিন। তিনি বলেন, বৈরুতের বাইরে থাকলেও মনে হচ্ছিল পাশেই বিস্ফোরণ ঘটেছে। চারপাশ তখন কেঁপে কেঁপে উঠছিল। আমি লেবাননের গৃহযুদ্ধের মধ্যে বড় হয়েছি।

ইসরাইলের আগ্রাসন দেখেছি। তবে এত বড় বিস্ফোরণ আমার জীবনে কখনও ঘটেনি। এখনও আমরা জানি না, কী ঘটেছে।’

ঘটনার পরপরই আহতদের চিকিৎসা দিতে হাসপাতালে ছুটে গেছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ খলিফা। বিস্ফোরণের সময় তিনি নিজের বাড়িতেই ছিলেন।

মোহাম্মদ খলিফা বলেন, ‘বিস্ফোরণের সময় আমি চিৎকার করছিলাম। পরিবারের সবাইকে সচেতন হতে বলছিলাম। বলছিলাম ভূমিকম্প হচ্ছে।

তখনই সবকিছু ভেঙে পড়তে শুরু করল।’ সাবেক এ স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘কোনোভাবে সেখান থেকে আমি বেরিয়ে এলাম। বাসায় পরিবারের সদস্যদের ফেলে রেখে দৌড়ে ছুটেছি হাসপাতালে, যদি একটি প্রাণ রক্ষা করতে পারি। লেবানন এমনিতেই অর্থনৈতিক দিক দিয়ে অত্যন্ত খারাপ একটি পরিস্থিতিতে।

এখন এ অবস্থায় মেডিকেল সরঞ্জামসহ সবকিছুতেই সংকট রয়েছে। যা আছে তা নিয়েই পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করছি। ক্ষয়ক্ষতির পরিমাণ বর্ণনা করার মতো নয়।’

বিস্ফোরণের স্থান থেকে প্রায় এক কিলোমিটার দূরে ছিলেন সেনাবাহিনীর সাবেক জেনারেল খালেদ হামাদ। তিনি বলেছেন, এ এক বিপর্যয়। রাস্তার সব জায়গায় ছড়িয়ে আছে ভাঙা কাচ। রাস্তায় পড়ে আছে বহু আহত মানুষ। সব কিছুই যেন বৈরুতে গৃহযুদ্ধের শেষ দিনটির কথা স্মরণ করিয়ে দিচ্ছে।

এ ঘটনাকে ‘প্রাকৃতিক বিপর্যয়’ আখ্যা দিয়েছেন সাংবাদিক হাবিব বাত্তাহ। রক্তে সারা শরীর সয়লাব এক ব্যক্তির। বৈরুতে কী হয়েছে, তার কী ঘটেছে- কিছুই তিনি বুঝতে পারছিলেন না।

এ বিভাগের অন্যান্য